বিহারে তিন বছরের শিশুকে ধর্ষণ করে মাথা থেঁতলে খুন! দুবছর আগের এই ঘৃণ্য অপরাধের ফাঁসির সাজা ঘোষণা।
Sunday, December 20 2020, 7:08 pm
Key Highlights২০১৮ সালের ২ জুন সাত বছরের দাদার সঙ্গে খেলা করছিল তিন বছরের ছোট্ট মেয়েটি। মামাবাড়ি বেড়াতে গিয়েছিল তারা। সেই সময়ই তাকে অপহরণ করে এক যুবক। পরে শিশুটিকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ ও পরে ভারী কিছু দিয়ে মাথা থেঁতলে খুন করে সে। দু’বছর ধরে বিচার চলার পরে এই বীভৎস অপরাধকে ‘ঘৃণ্য’ আখ্যা দিয়ে ফাঁসির সাজা শোনাল বিহারের সমস্তিপুরের বিশেষ পকসো আদালত। মৃতা শিশুর দাদা আদালতে রামলালকে চিহ্নিত করে জানায়, বোনের সঙ্গে খেলা করার সময় ওই যুবক ঘটনাস্থলে হাজির হয়। তারপর আচমকাই তার চোখে ধুলো ছুঁড়ে দিয়ে বোনকে নিয়ে পালিয়ে যায়।অবশেষে ভারতীয় দণ্ডবিধি ৩০২ ধারা অনুসারে তাকে ফাঁসির সাজা শোনানো হচ্ছে।