ভদ্রেশ্বরে এক যুবতীকে উত্যক্ত করায় সাজবসত কপালে জোটে চর-থাপ্পড় ও কান ধরে উঠবস !
Tuesday, November 10 2020, 7:03 am
Key Highlightsগত সোমবার ভদ্রেশ্বরের ধিতারার বাসিন্দা জয়া সাহা নামে এক যুবতী রেলকর্মীদের জন্য চলা স্পেশাল ট্রেনে উঠে শেওড়াফুলি নামেন। কিন্তু, প্রথম থেকেই তাঁকে এক যুবক অনুসরণ করে চলে ও দীর্ঘক্ষণ ধরে উত্যক্ত করেন। প্রথমে তিনি ভাবেন, স্টেশনে নেমে জিআরপি থানার সামনে অপেক্ষা করলে যুবকটি চলে যাবে, কিন্তু তার কিছুই হয়না। বরং জয়া এগোলে আবার ঘটে একই ঘটনা। সেখানকার অটো স্ট্যান্ডে গিয়ে সকলে ঘটনাটা জানানোয় ছেলেটিকে সবাই ঘিরে ধরে তাকে গণ জেরা করে। যুবককে কান ধরে উঠবস করায় ও চড়থাপ্পরও করা হয়।