নির্যাতিতার বাবাকে 'গুলি করে খুন',অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ: জানালেন হাথরাসের পুলিশ প্রধান
Tuesday, March 2 2021, 7:26 am
Key Highlights২০১৮ সালে উত্তরপ্রদেশের হাতরাসে একটি মেয়ের ওপর যৌন হেনস্থার ঘটনা ঘটেছিল। নির্যাতিতা এবং তার বাবার দায়ের করা অভিযোগের বিরুদ্ধে গরপিটের করা হয়েছিল অভিযুক্তকে, জেলেও বেশ কিছু মাস। সোমবার বিকেল সাড়ে ৪টে নাগাদ অভিযুক্ত এবং নির্যাতিতার পরিবারের একটি মন্দিরে দেখা হলে বচসা শুরু হয় তাদের মধ্যে। প্রতিশোধ নিতে নির্যাতিতার বাবাকে গুলি করে হত্যা করে অভিযুক্ত। ঘটনাটির ভিডিও টুইট করে বিস্তারিত জানিয়েছেন হাথরাসের পুলিশ প্রধান বিনীত জয়সওয়াল।
- Related topics -
- দেশ
- উত্তরপ্রদেশ
- হাথরাস কান্ড
- ক্রাইম
- খুন

