মমতা ব্যানার্জী

Mamata Banerjee | মার্চেই অক্সফোর্ড সফরে মমতা, বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ে দেবেন ভাষণও

Mamata Banerjee | মার্চেই অক্সফোর্ড সফরে মমতা, বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয়ে দেবেন ভাষণও
Key Highlights

সেই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সাড়া দিয়ে লন্ডন সফরে যাচ্ছেন মমতা। আগামী ২১ মার্চ তিনি বিদেশ সফরে যাচ্ছেন বলে সূত্রের খবর।

আমন্ত্রণ পেয়েছিলেন গতবছরই। এবার সেই আমন্ত্রণে সাড়া দিয়েই লন্ডন সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আগামী ২১ মার্চ তিনি বিদেশ সফরে যাচ্ছেন। বিশ্ববিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণও দেবেন তিনি। সূত্রের খবর, বিশ্ববিদ্যালয় ভ্রমণের পাশাপাশি বেশ কয়েকজন শিল্পপতির সাথে দেখা করবেন তিনি। কয়েকটি কর্মসূচির পরিকল্পনাও রয়েছে তাঁর। উল্লেখ্য, ২০২০এ অক্সফোর্ড ইউনিয়ন মুখ্যমন্ত্রীকে অক্সফোর্ডে ভাষণ দেওয়ার জন্যে আমন্ত্রণ জানিয়েছিল। তবে সেবার ইমেইল করে শেষ মুহূর্তে অনুষ্ঠানটি পিছিয়ে দেওয়ায় ক্ষুদ্ধ হয়েছিলেন মমতা।