মমতা ব্যানার্জীভরা কোটালে নদী তীরবর্তী এলাকায় প্লাবনের আশঙ্কা, বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা মুখ্যমন্ত্রীর
বৃহস্পতিবার ভরা কোটালে আরো বড় বান আসতে পারে সমুদ্রে, সঙ্গে বৃষ্টিপাতের ও সম্ভাবনা রয়েছে। নদীতে ৫ ফুট উঁচু বানের সম্ভাবনা রয়েছে। বুধবার নবান্নের এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বললেন, ‘‘বুধবার রাত ৮টা ৩৫ মিনিটে উপকূল এলাকায় প্লাবন আসতে পারে। ত্রাণ শিবিরে যাঁরা আছেন, তাঁরা এখনই বাড়ি ফিরবেন না।’’ এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে নদীর কাছাকাছি যেসকল এলাকা গুলি আছে সেখানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। গঙ্গার আশপাশের এলাকায় সতর্কতা জারির নির্দেশও দিয়েছেন তিনি।