পেগাসাস-কাণ্ডে কেন্দ্রকে তোপ! মমতা বাধ্য হয়েছেন ফোনে প্লাস্টার করতে
Wednesday, July 28 2021, 12:40 pm
Key Highlightsগতকাল অর্থাৎ ২১শে জুলাই, শহীদ দিবস উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি বক্তৃতা দেওয়ার সময় 'পেগাসাস' কাণ্ড নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন। তিনি গতকাল জানিয়েছেন যে নিজের ফোনের ক্যামেরায় 'প্লাস্টার' করে দিতে বাধ্য হয়েছেন। এমনকি তিনি তাঁর ফোন সর্বসম্মুখে দেখিয়েছেন। তিনি জানিয়েছেন, আড়িপাতা কাণ্ডের জন্য তিনি দলের কারোর সাথে কথা বলতে পারছেন না। এই ঘটনায় ভারত সরকারকে তীব্র কটাক্ষ করে তিনি বলেছেন, 'স্পাইং, বিটিং, কিলিং অ্যান্ড টকিং টু মাচ ডুয়িং নাথিং।'
- Related topics -
- রাজ্য
- মমতা ব্যানার্জী
- তৃণমূল কংগ্রেস

