মালবাজারে হড়পা বিপর্যয়ের পর এই প্রথম সফরে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Thursday, December 21 2023, 2:33 pm
highlightKey Highlights

উত্তরবঙ্গে গিয়ে হড়পায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী। এমনকি সেখানে গিয়ে ক্ষতিগ্রস্থদের জন্য ক্ষতিপূরণের ঘোষণা করতে পারেন তিনি।


উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দূর্গাপূজোর পর প্রতিমা বিসর্জনের দিন মালবাজারে ভয়াবহ বিপর্যয় ঘটে গিয়েছিল। এই দুর্ঘটনার জেরে বেশ কয়েকজনের মৃত্যু হয়। আর এই ঘটনাকে নিয়ে ক্ষোভের মুখে পড়তে হয় রাজ্য প্রশাসনকে। এমনকি এই মর্মান্তিক ঘটনার পরে কার্নিভাল করা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছে। আর এসবের মধ্যেই ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, হড়পায় নিহতদের পরিবারের পাশে দাঁড়াবেন তিনি

তিনদিনের সফরে উত্তরবঙ্গে উড়ে যাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো আগামী ১৭ অক্টোবর জলপাইগুড়ির মালবাজারে পৌঁছবেন তিনি। সেখানে পৌঁছেই হড়পা বাণে ক্ষতিগ্রস্থ এবং মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন প্রশাসনিক প্রধান। এরপর ১৮ অক্টোবর প্রশাসনিক বৈঠকে মালবাজারে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। সেখানে দুর্ঘটনার বিষয়ে প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে কৈফিয়ত নিতে পারেন বলেই খবর। এরপর সেখান থেকে শিলিগুড়ি পৌঁছে যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেখানে অর্থাৎ ১৯ তারিখ একটি বিজয়া সম্মিলনীতে অংশ নেবেন তিনি। এরপর ২০ অক্টোবর কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী। 

Trending Updates

অন্যদিকে সফরের মধ্যেই দলের নেতৃত্বের সঙ্গেও আলোচনাতে বসতে পারেন মুখ্যমন্ত্রী। গত কয়েকদিন আগেই উত্তরবঙ্গে সফরে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দাঁড়িয়ে একাধিক বার্তা দিয়ে এসেছিলেন তিনি। এমনকি গোষ্ঠী কন্দল নিয়েও বার্তা দিয়েছিলেন। কিন্ত্য এরপরেও বারবার উত্তরের গোষ্ঠী কোন্দল ঠেকানো রীতিমত চ্যালেঞ্জের হয়ে দাঁড়াচ্ছে। এই অবস্থায় ফের একবার উত্তরবঙ্গে পা রাখছেন মুখ্যমন্ত্রী। ফলে গোষ্ঠী কোন্দল ঠেকাতে কি বার্তা তিনি দেন সেদিকেও নজর সবার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File