WB Govt | একুশের স্ট্র্যাটজি ছাব্বিশেও! নতুন কর্মসূচির ঘোষণা তৃণমূল সুপ্রিমোর!

ছাব্বিশের ভোটের আগে নবান্ন থেকে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
একুশের ভোটের আগে ‘দুয়ারে সরকার’ কর্মসূচি চালু করেছিল তৃণমূল কংগ্রেস সরকার। এবার ছাব্বিশের ভোটের আগে নবান্ন থেকে ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচি বিভিন্ন এলাকায় ছোট ছোট সমস্যার সমাধান করার জন্য চালু করা হচ্ছে। আগামী ২ অগস্ট থেকে সেই কর্মসূচির সূচনা করা হবে বলে জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো। তিনি আরও জানান, মোট ৮০,০০০ বুথ আছে। ফলে তিনটি করে বুথ নিয়ে একটি কেন্দ্র তৈরি করা হবে। সেরকমভাবেই তিনটি বুথ নিয়ে একদিন করে শিবির তৈরি হবে।