Maldah Murder | খুন করে ভাইপোর দেহ টুকরো করে মেঝেয় পুঁতে প্লাস্টার! ভয়াবহ অভিযোগ কাকিমার বিরুদ্ধে!
Monday, June 2 2025, 11:56 am
Key Highlightsখুন করার পর, ভাইপোর দেহ টুকরো টুকরো করে কেটে মেঝেয় পুঁতে প্লাস্টার করে দেওয়ার অভিযোগ উঠলো কাকিমার বিরুদ্ধে!
খুন করার পর, ভাইপোর দেহ টুকরো টুকরো করে কেটে মেঝেয় পুঁতে প্লাস্টার করে দেওয়ার অভিযোগ উঠলো কাকিমার বিরুদ্ধে! ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে মালদহে। পুলিশ সূত্রে খবর, গত পাঁচ বছর ধরে সাদ্দামের সঙ্গে তার কাকিমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু মোটা টাকার লেনদেনকে কেন্দ্র করে কাকিমার সঙ্গে গোলমাল চলছিল সাদ্দামের। এরপর গত ১৮ মে সাদ্দামকে প্রলোভন দিয়ে কাকিমা মৌমিতা তার বাবার নির্মীয়মান বাড়িতে ডেকে খুন করে এবং সুপারি কিলারকে দিয়ে মাংস কাটার মতো সাদ্দামের দেহ টুকরো করে তা নির্মীয়মান বাড়ির মেঝেয় পুঁতে প্লাস্টার করে।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- মালদহ
- ক্রাইম
- খুন

