রাজ্য

মালদহের গঙ্গাবক্ষে ঘটা দুর্ঘটনায় সাঁতরে পারে উঠল ১২ জন, নিখোঁজ এখনো ৩!

মালদহের গঙ্গাবক্ষে ঘটা দুর্ঘটনায় সাঁতরে পারে উঠল ১২ জন, নিখোঁজ এখনো ৩!
Key Highlights

গত সোমবার মালদার মানিকচক ঘাটে গঙ্গাবক্ষে লরি পড়ে যাওয়ায় গভীর রাত পর্যন্ত ১৫ জন নিখোঁজ ছিল। মঙ্গলবার ভোর থেকে উদ্ধারকাজের গতি বৃদ্ধি পেয়েছে। পুলিশ সূত্রে খবর, গঙ্গার বিভিন্ন পারে নিখোঁজ হয়ে যাওয়া ১২ জন সাঁতার কেটে পৌঁছেছে। এখনও নিখোঁজ ৩ জন, তাঁরা ঝাড়খণ্ডের বাসিন্দা। পাশাপাশি পাথর বোঝাই করা যে ৮টি লরি-সহ বার্জটি তলিয়ে গেছে, তা ক্রেনের সাহায্যে তোলা হবে। ঘটনাস্থলে রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।