Bihar Scam । রমরমিয়ে চলছিল 'অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব সার্ভিস', বিহার পুলিশের জালে তিন প্রতারক

Saturday, January 11 2025, 6:45 am
Bihar Scam । রমরমিয়ে চলছিল 'অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব সার্ভিস', বিহার পুলিশের জালে তিন প্রতারক
highlightKey Highlights

নিঃসন্তান দম্পতিদের সন্তানের লোভ দেখিয়ে টাকা রোজগার। অবশেষে বিহার পুলিশের জালে ধরা পড়ল তিন প্রতারক।


নিঃসন্তান দম্পতিদের সন্তানের লোভ দেখিয়ে  রমরমিয়ে চলছিল টাকা রোজগার। অবশেষে বিহারে পুলিশের জালে ধরা পড়লো তিন প্রতারক। পুলিশ সূত্রে খবর, ধৃতরা ‘‌অল ইন্ডিয়া প্রেগন্যান্ট জব সার্ভিস’‌ নামে একটি সংস্থা খোলে। সংস্থার তরফে বলা হত, নিঃসন্তান মহিলাদের অন্তঃসত্ত্বা করার জন্য ১০ লক্ষ টাকা লাগবে। প্রচেষ্টা ব্যর্থ হলে গ্রাহকদের ৫০ হাজার থেকে ৫ লক্ষ টাকা ফেরত হবে। ফেসবুকের মাধ্যমে লোকদের টার্গেট করতো তারা। প্রথমে সন্তানের লোভ দেখানো পরে ব্ল্যাকমেলের ব্যবসা ফাঁদতো তারা।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File