উড়ালপুলে বড় দুর্ঘটনা! এজেসি বোস রোডে গাড়ি উল্টে আহত ২৪ জন।

Wednesday, December 23 2020, 12:45 pm
উড়ালপুলে বড় দুর্ঘটনা! এজেসি বোস রোডে গাড়ি উল্টে আহত ২৪ জন।
highlightKey Highlights

এজেসি বোস রোডে গাড়ি উল্টে আহত হলেন ২৪ জন। আহতদের নিয়ে যাওয়া হয়েছে চিত্তরঞ্জন হাসপাতালে। তাঁদের অনেকেরই অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। তবে আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। পুলিশ জানিয়েছে, বুধবার বিকেলে প্রবল গতিতে গাড়িটি যাচ্ছিল এজেসি বোস রোডের উড়ালপুল দিয়ে। গঙ্গার ঘাট থেকে ফেরার পথে দুর্ঘটনা ঘটে। টাটার একটি মিনিট্রাকে ছিলেন বেশ কিছু যাত্রী। দ্রুত গতির কারণেই উল্টে যায় গাড়িটি। ডিভাইডার টপকে গাড়ি উল্টে চলে আসে অন্যদিকে। দুর্ঘটনার দীর্ঘক্ষণ পরে শুরু হয় যান চলাচল। ঘটনাস্থলের চিত্রে দেখা যাচ্ছে রক্তে ভেসে যাচ্ছে উড়ালপুলের রাস্তাটি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File