Pahalgam Attack | পহেলগামে জঙ্গি হামলার মূল মাস্টারমাইন্ড সইফুল্লা খালিদ কসৌরি! সূত্র : কেন্দ্রীয় গোয়েন্দা দফতর
Wednesday, April 23 2025, 11:16 am

জম্মু কাশ্মীরে লস্কর ই তৈবা এবং TRF এর যাবতীয় জঙ্গি কাজকর্মের তদারকি করে সইফুল্লা।
পহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার দায় নিয়েছে লস্কর ই তৈবার সামনের সারির জঙ্গি সংগঠন 'দ্য রেজ়িস্ট্যান্স ফ্রন্ট' (TRF)। এবার কেন্দ্রীয় গোয়েন্দা দফতর সূত্রে খবর, হামলার মূল ষড়যন্ত্রকারী বা মাস্টারমাইন্ড হলো সইফুল্লা খালিদ কসৌরি! জানা গিয়েছে, জম্মু কাশ্মীরে লস্কর ই তৈবা এবং TRF এর যাবতীয় জঙ্গি কাজকর্মের তদারকি করে সইফুল্লা। সে সইফুল্লা কসৌরি বলেও পরিচিত। লস্করের ডেপুটি চিফ বলা হয় সইফুল্লাকে। সে লস্করের মাথা ও আন্তর্জাতিক জঙ্গি হাফিজ সইদ, পাক সেনাবাহিনীর শীর্ষস্তরের অফিসারদের অত্যন্ত ঘনিষ্ঠ।