MS Dhoni | ধোনি ফ্যানদের জন্য সুখবর! আবারও অধিনায়কের ভূমিকায় মাঠে নামতে পারেন মহেন্দ্র সিং ধোনি!

Friday, April 4 2025, 2:34 pm
highlightKey Highlights

মাহি ফ্যানদের জন্য সুখবর! আবারও অধিনায়কের ভূমিকায় দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে!


মাহি ফ্যানদের জন্য সুখবর! আবারও অধিনায়কের ভূমিকায় দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে! আসলে চেন্নাই সুপার কিংসের বর্তমান অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ে চোট পেয়েছেন। সেই কারণে তিনি অনিশ্চিত হয়ে পড়েছেন। এদিকে শনিবার দিল্লি ক্যাপিটালসের সঙ্গে ম্যাচ রয়েছে চেন্নাইয়ের। ফলে কোনওরকম ঝুঁকি না নিয়ে ফের একবার সফলতম অধিনায়ক,অর্থাৎ মাহিকে পুরনো দায়িত্বে ফেরানোর কথা ভাবছে CSK ম্যানেজমেন্ট। এদিকে ধোনির অধিনায়ক জল্পনা স্বীকার করে নেন খোদ মাইক হাসি। তিনি বলেন. ‘ফ্লেমিং আর রুতু নিশ্চয় ধোনিকে নিয়ে কথা বলেছে। ’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File