Gujarat Coast Sea | টগবগিয়ে ফুটছে জল, সমুদ্রের তলদেশে গ্যাস লিক? গুজরাত উপকূলে বাড়ছে আতঙ্ক!

Tuesday, January 20 2026, 3:32 pm
Gujarat Coast Sea | টগবগিয়ে ফুটছে জল, সমুদ্রের তলদেশে গ্যাস লিক? গুজরাত উপকূলে বাড়ছে আতঙ্ক!
highlightKey Highlights

মহারাষ্ট্রের পালঘর ও গুজরাতের বিস্তীর্ণ উপকূলবর্তী সমুদ্রে মাইলের পর মাইল টগবগিয়ে ফুটছে জল।


মহারাষ্ট্রের পালঘর ও গুজরাতের বিস্তীর্ণ উপকূলবর্তী সমুদ্রে মাইলের পর মাইল টগবগিয়ে ফুটছে জল। তবে গরম হয়ে ফুটছে না জল, জলের নীচ থেকে উঠে আসছে রহস্যময় বুদবুদ। এই ‘বয়েলিং এফেক্ট’ এর ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই নিয়ে আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকার মৎস্যজীবীদের মধ্যে। সেলের প্রধান, বিবেকানন্দ কদম জানিয়েছেন, সমুদ্রের তলদেশে মিথেন গ্যাস লিক করে থাকতে পারে। ONGC পাইপলাইন ফেটেও গ্যাস লিক করে থাকতে পারে। সেই গ্যাসই বুদবুদের আকারে উপরে উঠে আসছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File