Maharashtra | চলন্ত বাসে প্রসব! সদ্য জন্মানো শিশুকে জানলা দিয়ে ফেললো ১৯ বছরের মা ও বাবা!

চলন্ত বাসে সন্তান প্রসব করে সদ্যোজাতকে জানলা দিয়ে ছুড়ে ফেললেন মা ও বাবা!
চলন্ত বাসে সন্তান প্রসব করে সদ্যোজাতকে জানলা দিয়ে ছুড়ে ফেললেন মা ও বাবা! জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে ছ’টা নাগাদ মহারাষ্ট্রের পুনে থেকে পারভানিগামী চলন্ত স্লিপার ক্লাস বাসে প্রসব করেন ১৯ বছরের তরুণী। তার পরে জানলা দিয়ে সদ্য জন্মানো ওই শিশুকে ছুড়ে ফেলে দেন মহিলার স্বামী বলে পরিচয় দেওয়া ওই যাত্রী। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় ওই সদ্যোজাতর। এদিকে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করতে ওই দম্পতি জানায়, সন্তান পালনে অসমর্থ হওয়াতেই এই কাণ্ড ঘটিয়েছেন তারা। ইতিমধ্যে ওই দম্পতির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- মহারাষ্ট্র
- শিশুমৃত্যু
- শিশু
- ক্রাইম