Maharashtra | মহিলাদের নিয়ে গালাগাল বা অশ্লীল ভাষা বললেই জরিমানা! নারীদের সম্মান জানাতে অভিনব সিদ্ধান্ত এই গ্রামের
Thursday, December 12 2024, 8:24 am
Key Highlights
নারী সমাজের প্রতি সম্মান জানাতে অভিনব সিদ্ধান্ত নিলো মহারাষ্ট্রের অহল্যানগরের সৌন্দালা গ্রাম।
মহিলাদের সম্পর্কে কুকথা বা অশ্লীল ভাষা বললেই শাস্তি! নারী সমাজের প্রতি সম্মান জানাতে অভিনব সিদ্ধান্ত নিলো মহারাষ্ট্রের অহল্যানগরের সৌন্দালা গ্রাম। ওই গ্রাম সভার সদস্যরা জানিয়েছেন, কোনও বিষয় নিয়ে তর্ক বিতর্কের সময় মহিলাদের প্রতি অশ্লীল ভাষা বা কুকথা প্রয়োগ করা যাবে না। যাঁরা কুকথা প্রয়োগ করবেন, তাঁদের গ্রামসভা ৫০০ টাকা জরিমানা করবে। পঞ্চায়েত প্রধান শরদ বলেন, ‘যাঁরা এই ধরনের ভাষা ব্যবহার করেন, তাঁরা ভুলে যান যে তাঁরা মা বোনের নামে যা বলে তা তাঁদের পরিবারের নারী সদস্যদের ক্ষেত্রেও প্রযোজ্য।’