মহারাষ্ঠ্রে কড়া লকডাউন জারির ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন উদ্ধব ঠাকরে, সোমবার ফের গুরুত্বপূর্ণ বৈঠক
Monday, April 12 2021, 7:37 am
Key Highlightsফের গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মহারাষ্ঠ্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। থাকবেন উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারও। মহারাষ্ট্রে ফের পূর্ণ লকডাউন ঘোষণা হবে কি না, বৈঠকে আলোচনা হবে তা নিয়েও। মন্ত্রী আসলাম শেখ জানান, আজকের বৈঠকে মূলত স্ট্য়ান্ডার্ড অপারেটিং প্রসিডিওর নিয়ে আলোচনা হবে। আলোচনা হবে লকডাউনের নির্দেশিকা নিয়েও। এদিকে, টানা লকডাউন জল্পনার মধ্যেই শিবসেনা মুখপত্র 'সামনা' -য় একটি আর্টিকল প্রকাশিত হয়েছে। করোনার বৃত্ত ভাঙতে লকডাউন বাধ্যতামূলক - লেখা হয়েছে আর্টিকলটিতে।
- Related topics -
- দেশ
- মহারাষ্ট্র
- মহারাষ্ট্র সরকার
- লকডাউন
- কোভিড ১৯
- উদ্ধব ঠাকরে

