Maharashtra | কোভিড আক্রান্তকে চিকিৎসা না করে, সরাসরি ‘মেরে ফেলা’-র নির্দেশ! কাঠগড়ায় মহারাষ্ট্রের চিকিৎসক

Thursday, May 29 2025, 5:01 pm
Maharashtra | কোভিড আক্রান্তকে চিকিৎসা না করে, সরাসরি ‘মেরে ফেলা’-র নির্দেশ! কাঠগড়ায় মহারাষ্ট্রের চিকিৎসক
highlightKey Highlights

কোভিড আক্রান্ত এক মহিলা রোগীকে চিকিৎসা না করে, সরাসরি ‘মেরে ফেলা’-র নির্দেশ! গুরুতর অভিযোগ উঠল মহারাষ্ট্রের এক সরকারি চিকিৎসকের বিরুদ্ধে।


সরকারি চিকিৎসকের বিরুদ্ধে কোভিড আক্রান্ত রোগীকে মেরে ফেলার নির্দেশ দেওয়া অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রে। অভিযুক্ত দুই চিকিৎসককের অডিও ক্লিপ ভাইরাল হতেই তাঁদের গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ২০২১এর। সেসময় ডাঃ শশীকান্ত দেশপাণ্ডেকে মহিলা রোগী কউসর ফাতিমকে মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন কোভিড১৯ কেয়ার সেন্টারে নিযুক্ত সরকারি ডাক্তার শশীকান্ত ডাঙ্গে। সম্প্রতি সেই অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। তারপরই ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে পুলিশে এফআইআর করেছেন মহিলার স্বামী দয়ামি আজিমোদ্দিন গউসুদ্দিন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File