কোভিড ১৯করোনা নিয়ন্ত্রণে নয়া নির্দেশিকা জারি মহারাষ্ট্রে, ১৫ এপ্রিল পর্যন্ত তা কার্যকরী থাকবে
করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যার উর্ধ্বগতি মহারাষ্ট্রে অব্যাহত। সেইসঙ্গে কোভিড-১৯ এ মৃত্যুহারও বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে সংক্রমণ নিয়ন্ত্রণে নয়া পদক্ষেপ মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন সরকারের। শনিবার ‘মিশন বিগিন এগেন’ নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। শনিবার থেকেই এই নির্দেশিকা বলবৎ হয়েছে। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত তা কার্যকরী থাকবে। নাইট কার্ফু ও কড়া বিধি নিষেধ রাত আটটা থেকে সকাল সাতটা পর্যন্ত বলবৎ থাকবে। নির্দেশ অমান্যকারীদের জরিমানা দিতে হবে। নাইট কার্ফুর বিধি অমান্য করলে ১০০০ টাকা ও মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা দিতে হবে। প্রকাশ্যে থুতু ফেললেও এলাকাভিত্তিক নিয়ন্ত্রণ অনুযায়ী জরিমানা দিতে হবে।