Mahalaya 2025 | মহালয়ায় ঘাটে ঘাটে নেমেছে তর্পনের ঢল, কেন করা হয় পিতৃপুরুষের উদ্দেশ্যে তিল-জল দান?

ভগবান, ঋষি ও পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাঁদের সন্তুষ্ট করাকে তর্পণ বলা হয়।
পিতৃপক্ষের অবসানের সঙ্গে দেবীপক্ষের সূচনা হয়েছে। মহালয়ার ভোরে প্রয়াত পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ করছেন আপামর বাঙালি। তর্পণ শব্দটি এসেছে 'ত্রুপ' থেকে, এর অর্থ= সন্তুষ্ট করা। ভগবান, ঋষি ও বংশের যে সকল পিতৃপুরুষ পরলোক গমন করেছেন, তাঁদের উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণপূর্বক তিল জল দান করে সন্তানেরা পিতৃতর্পণ করে থাকেন। পুরান মতে, প্রতি বছর ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা তিথি পর্যন্ত প্রয়াত পিতৃপুরুষরা মনুষ্যলোকের কাছাকাছি থাকেন। এসময় তাঁদের উদ্দেশ্যে কিছু দান করলে তা সহজেই তাঁদের কাছে পৌঁছয়।
- Related topics -
- রাজ্য
- শহর কলকাতা
- মহালয়া
- দুর্গাপুজো
- পুজো ও উৎসব