দেশ

Maha Kumbh 2025 | মেয়াদ বাড়তে চলেছে মহাকুম্ভ মেলার? পুণ্যার্থীদের ভিড় দেখে অদ্ভুত আর্জি জানালেন অখিলেশ যাদব

Maha Kumbh 2025 | মেয়াদ বাড়তে চলেছে মহাকুম্ভ মেলার? পুণ্যার্থীদের ভিড় দেখে অদ্ভুত আর্জি জানালেন অখিলেশ যাদব
Key Highlights

মহাকুম্ভে যাওয়ার এই বাড়ন্ত হিড়িক দেখে মুখ খুললেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবও। উত্তরপ্রদেশ সরকারের কাছে আর্জি রাখলেন তিনি। বললেন, যদি কোনও ভাবে একটু সময়সীমা বাড়ানো যায় এই মহাকুম্ভের।

আগামী ২৬ তারিখ শেষ হতে চলেছে এবারের মহাকুম্ভ মেলা। ১৪৪ বছর পর এবারের মহাকুম্ভে বিশেষ যোগ এসেছে। এবারের মেলা যথেষ্ট ঘটনাবহুল। প্রয়াগরাজের রাস্তায় যানজট থেকে শুরু করে অমৃতস্নানের আগে পদপিষ্ট হয়ে মৃত্যু, সমস্তটাই দেখেছে গোটা দেশ। অনুমান ছিল ৭৫ দিনের এই পুণ্য অনুষ্ঠানে যোগদান করতে পারেন প্রায় ৪০ কোটি পুণ্যার্থী। এই সংখ্যাটা ছাড়িয়ে গিয়েছে আগেই। এই বাড়ন্ত ভিড় দেখে যোগীর কাছে মেলার সময়সীমা বাড়ানোর আর্জি জানিয়েছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবও।