দেশ

১৪ মে খুলে যাচ্ছে কেদারনাথ মন্দির, বৃহস্পতিবার এই খবর জানান ম্যানেজমেন্ট বোর্ডের এক মুখপাত্র

১৪ মে খুলে যাচ্ছে কেদারনাথ মন্দির, বৃহস্পতিবার এই খবর জানান ম্যানেজমেন্ট বোর্ডের এক মুখপাত্র
Key Highlights

উত্তরাখণ্ডের অন্যতম তীর্থক্ষেত্র কেদারনাথ মন্দির খুলছে ১৭ মে। অপর এক তীর্থক্ষেত্র বদ্রীনাথ মন্দির খুলছে ১৮ মে। তার আগেই ১৪ মে খুলে যাচ্ছে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দির। এই চারটি মন্দিরই খুলে যাওয়ার পর শুরু হবে চার ধাম যাত্রা। বৃহস্পতিবার এই খবর জানিয়েছেন উত্তরাখণ্ড চার ধাম দেবস্থানম ম্যানেজমেন্ট বোর্ডের এক মুখপাত্র। তিনি আরও জানিয়েছেন, কেদারনাথ মন্দির বন্ধ হয়ে যায় গত বছরের ১৬ নভেম্বর। বদ্রীনাথ মন্দির বন্ধ হয় গত বছরের ১৯ নভেম্বর। ১৭ মে ভোর পাঁচটায় ভক্তদের জন্য কেজদারনাথ মন্দিরের দরজা খুলে যাবে। তার আগে ১৪ মে উখীমঠের ওঙ্কারেশ্বর মন্দির থেকে শিবের মূর্তি নিয়ে আসা হবে।