Viswanathan Anand | জিন্স পরে খেলার অনুমতি পেতেই বিশ্বনাথন আনন্দকে দূষলেন ম্যাগনাস
ওয়ার্ল্ড ব্লিদজ দাবা চ্যাম্পিয়নশিপে নিয়মভঙ্গের জেরে জরিমানা হলেও ফিরে এলেন ম্যাগনাস কার্লসেন। আর কামব্যাক করেই একহাত নিলেন আয়োজক সংস্থার সহ-সভাপতি বিশ্বনাথন আনন্দকে।
ওয়ার্ল্ড ব্লিদজ দাবা চ্যাম্পিয়নশিপে নিয়মভঙ্গের জেরে ২০০ ডলার জরিমানা হয়েছিল ম্যাগনাস কার্লসেনের। জিনস্ পরে বসায় ওয়ার্ল্ড ব়্যাপিড ও ব্লিদজ্ চ্যাম্পিয়নশিপ থেকে ডিসকোয়ালিফাই করা হয় তাকে। পরে অবশ্য মত বদলে ফেললো FIDE । বেশ কিছুক্ষন আলোচনার পর খেলার সুযোগ পেলেন ম্যাগনাস। সুযোগ পেয়েই আয়োজক সংস্থার সহ সভাপতি বিশ্বনাথন আনন্দকে একহাত নিলেন তিনি। FIDEএর সভাপতি পদে আনন্দ অযোগ্য, দাবি ম্যাগনাসের। উল্লেখ্য, পোশাক বদলাতে বলা হয়েছিল তাঁকে। কিন্তু রাজি হননি বিশ্বের ১নম্বর তারকা।
- Related topics -
- আন্তর্জাতিক
- খেলাধুলা
- দাবা
- বিশ্বনাথান আনন্দ
- ম্যাগনাস কার্লসেন