খেলাধুলা

Magnus Carlsen | ফের হারতে বসেছিলেন ম্যাগনাস কার্লসেন! প্রতিযোগী ৯ বছরের খুদে ভারতীয় দাবাড়ু আরিৎ কপিল!

Magnus Carlsen | ফের হারতে বসেছিলেন ম্যাগনাস কার্লসেন! প্রতিযোগী ৯ বছরের খুদে ভারতীয় দাবাড়ু আরিৎ কপিল!
Key Highlights

‘আর্লি টাইটেলড টিউজডে, একটি অনলাইন দাবা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন দু’জনে।

কিছুদিন আগেই ভারতের দাবাড়ু ডি গুকেশের কাছে পরাজিত হয়েছিলেন বিশ্বের ১ নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। এবার ৯ বছর বয়সি খুদে দাবাড়ুর কাছেও হারতে বসেছিলেন বিশ্বচ্যাম্পিয়ন। ‘আর্লি টাইটেলড টিউজডে, একটি অনলাইন দাবা প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন দু’জনে। সেখানেই কার্লসেনকে প্রায় হারিয়ে দিয়েছিল ভারতের খুদে দাবাড়ু আরিৎ কপিল। সেয়ানে সেয়ানে লড়াই চলে দুজনের। খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে পর্যন্ত এগিয়ে ছিল ভারতের আরিৎই। তবে একেবারে শেষ লগ্নে এসে পাশা উলটে দেন কার্লসেন। শেষ চালে এসে ম্যাচ ড্র করতে বাধ্য হয় আরিৎ।