রাজ্যরাজ্যে বোর্ড পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি ঘোষণা, চাইলে বসা যেতে পারে দশমের পরীক্ষায়
করোনা আবহে রাজ্যে স্থগিত হয়েছে মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার কর্মসূচি। এই মর্মে পরীক্ষা স্থগিত থাকা স্বত্বেও কিভাবে তার মূল্যায়ন করা হবে তা নিয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা পর্ষদ। মাধ্যমিক পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের মতে, নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফল এবং অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে মাধ্যমিকের ফল প্রকাশ হবে। ফলাফলে পড়ুয়ারা সন্তুষ্ট না হলে বসতে পারবে পরীক্ষায়। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি ডঃ মহুয়া দাস জানিয়েছেন, ২০১৯ সালের মাধ্যমিকের চারটি বিষয়ের সর্বোচ্চ নম্বরের ভিত্তি করে ৪০ শতাংশ নম্বর, ২০২০ সালের একাদশ বার্ষিক পরীক্ষার ভিত্তিতে ৬০ শতাংশ এবং প্র্যাকটিকাল প্রজেক্টের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ হবে।