SMAT 2024 । ১৩ ওভারেই সেমিফাইনাল জিতলো মধ্য প্রদেশ, মুস্তাক আলি ট্রফির ফাইনালে মুখোমুখি মুম্বাই
সৈয়দ মুস্তাক আলি ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে দিল্লিকে ৭ উইকেটে হারিয়ে দিলো মধ্য প্রদেশ। ফাইনালে তাঁদের বিপক্ষে থাকবে মুম্বাই।
দুপুরে প্রথম সেমিফাইনালে বরোদাকে হারিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে উঠেছিল মুম্বাই। দ্বিতীয় সেমিফাইনালে দিল্লিকে ৭ উইকেটে হারিয়ে মুম্বাইয়ের বিপক্ষে দাঁড়ালো মধ্য প্রদেশ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এদিনকার ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মধ্য প্রদেশ ক্যাপ্টেন রজত পাতিদার। ৫ উইকেট হারিয়ে ২০ ওভারে মাত্র ১৪৬ রান করে দিল্লি। ব্যাটিংয়ে নেমে মাত্র ২৯ বলে ৬৬ রানে অপরাজিত থাকলেন রজত পাতিদার, ৩৮ বলে ৪৬ রানে অপরাজিত হরপ্রীতও। ১৫.৪ ওভারেই জয় মধ্য প্রদেশের।