খেলাধুলা

LSG vs GT | ঘরের মাঠে গুজরাটকে হারিয়ে টানা দুম্যাচ জয় লখনউয়ের! প্রথম চারে উঠলো এলএসজি

LSG vs GT | ঘরের মাঠে গুজরাটকে হারিয়ে টানা দুম্যাচ জয় লখনউয়ের! প্রথম চারে উঠলো এলএসজি
Key Highlights

দুরন্ত কামব্যাক করে টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে শুভমান গিলের দল।

দুরন্ত কামব্যাক করে টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে শুভমান গিলের দল। শনিবার লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে জয় ছিনিয়ে নিলো গুজরাট টাইটান্স। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লখনউ অধিনায়ক পন্থ। হাফসেঞ্চুরি আসে সাই সুদর্শন শুভমান গিল দু’জনের ব্যাট থেকেই। ২০ ওভারের শেষে ১৮০ রানে থেমে যায় গুজরাটের ইনিংস। এদিকে সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাচের শুরুতে ঝড় তোলেন এডেন মার্করাম। তবে ম্যাচের শেষদিকে রানের গতি কমে যায় লখনউয়ের। শেষ পর্যন্ত রশিদ খানের ঘূর্ণি সামলে লখনউকে ম্যাচ জেতালেন আয়ুশ বাদোনি।