খেলাধুলা

Rishabh Pant | হারের পর এবার জরিমানা! স্লো ওভার রেটের জন্য বড় অঙ্কের জরিমানা দিতে হবে LSG অধিনায়ক ঋষভ পন্থকে!

Rishabh Pant | হারের পর এবার জরিমানা! স্লো ওভার রেটের জন্য বড় অঙ্কের জরিমানা দিতে হবে LSG অধিনায়ক ঋষভ পন্থকে!
Key Highlights

বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন লখনউ অধিনায়ক ঋষভ পন্থকে।

আরসিবি বনাম লখনউ সুপার জায়ান্টসের ম্যাচে হারের পর এবার ক্ষতিরও সম্মুখীন লখনউ। বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচে আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন লখনউ অধিনায়ক ঋষভ পন্থকে। এর জন্য ৬৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে তাঁকে। ঋষভ এবং তাঁর দল LSG আসলে স্লো ওভার রেটের জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। এই মরশুমে তৃতীয় বারের মতো LSG অধিনায়ক ঋষভকে স্লো ওভার রেটের জন্য জরিমানা করা হয়েছে। এর আগে দু'বার স্লো ওভার রেটের জন্য দোষী সাব্যস্ত হওয়ার পর, তিনি ইতিমধ্যেই বাকি ৩৬ লক্ষ টাকা জরিমানা পরিশোধ করেছেন।