দেশ

LPG | গোটা দেশে বন্ধ হতে পারে LPG সরবরাহ! অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিতে পারে LPG ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন!

LPG | গোটা দেশে বন্ধ হতে পারে LPG সরবরাহ! অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিতে পারে LPG ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন!
Key Highlights

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিতে পারে LPG ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন!

দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিতে পারে LPG ডিস্ট্রিবিউটরস অ্যাসোসিয়েশন! আগামী তিন মাসের মধ্যে ডিস্ট্রিবিউটর কমিশন বৃদ্ধি সহ তাদের দীর্ঘদিনের দাবি পূরণ না করলে এই সিদ্ধান্তে হাটতে পারে LPG ডিস্ট্রিবিউটরসরা। মধ্যপ্রদেশের ভোপালে অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে এই বিষয়ে একটি প্রস্তাবও গৃহীত হয়েছে। কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে ডিস্ট্রিবিউটরসরা জানান, LPG ডিস্ট্রিবিউটরদের ব্যবসা পরিচালনা ব্যয় ক্রমে বাড়ছে। এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে গেলে ন্যূনতম ১৫০ টাকা কমিশন দেওয়া উচিত।