Arijit Singh | গায়ককে দেখে কেঁদেই ফেললেন তরুণী, থমকে গিয়ে চোখের জল মুছতে বললেন অরিজিৎ
Tuesday, September 17 2024, 2:06 pm
Key Highlightsসম্প্রতি লন্ডনে কনসার্ট করলেন গায়ক অরিজিৎ সিং। ভাইরাল হয়েছে সেই কনসার্টের একাধিক দৃশ্য।
গোটা বিশ্ব তাঁর কণ্ঠের অনুরাগী। সম্প্রতি লন্ডনে কনসার্ট করলেন গায়ক অরিজিৎ সিং। ভাইরাল হয়েছে সেই কনসার্টের একাধিক দৃশ্য। একই মঞ্চে কণ্ঠ মেলান অরিজিৎ এবং বিদেশী গায়ক এড শিরান। এবার ভাইরাল হলো সেই কনসার্টের আরেক দৃশ্য। অরিজিৎকে দেখে হাপুস নয়নে কাঁদতে থাকেন এক তরুণী। ভক্তের চোখে জল থেকে এক মুহূর্তের জন্য থমকে গিয়েছিলেন গায়কও। ইশারায় চোখের জল মুছতে বলেন অনুরাগীকে। হাসার জন্য অনুরোধও করেন অরিজিৎ সিং। আর এই সবটাই হচ্ছিল চোখের ইশারায়।
- Related topics -
- বিনোদন
- সঙ্গীতশিল্পী
- গায়ক
- অরিজিৎ সিং
- ভাইরাল

