Local Train Cancelled | বুধ-বৃহস্পতি শিয়ালদহ শাখায় চলবেনা ট্রেন, বাতিল ট্রেনের তালিকা দেখে নিন একনজরে

Wednesday, November 19 2025, 5:03 am
highlightKey Highlights

শিয়ালদহ ডিভিশনের মেরামতির কাজের জন্য ১৯ ও ২০ নভেম্বর অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার বন্ধ রাখা হচ্ছে ট্রেন চলাচল।


শিয়ালদহ ডিভিশনের মেরামতির কাজের জন্য ১৯ ও ২০ নভেম্বর অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার বন্ধ রাখা হচ্ছে ট্রেন চলাচল। যে সব ট্রেন বাতিল হচ্ছে: 32249 শিয়ালদহ ডানকুনি লোকাল, 32252 ডানকুনি শিয়ালদহ লোকাল, 31447 শিয়ালদহ নৈহাটি লোকাল, 31450 নৈহাটি শিয়ালদহ লোকাল। বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। বুধবার 31542 শান্তিপুর শিয়ালদহ লোকাল এবং বৃহস্পতিবার 31511 শিয়ালদহ শান্তিপুর লোকাল যাবে ব্যারাকপুর পর্যন্ত। 13106 বালিয়া শিয়ালদহ এক্সপ্রেস ৯০মিনিট দেরীতে চলবে। দেরিতে ছাড়বে শিয়ালদহ লালগোলা প্যাসেঞ্জারও।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File