Local Train | শনি-রবি একগুচ্ছ ট্রেন বাতিল, ভোগান্তির আশঙ্কা আদ্রা ডিভিশনের যাত্রীদের!

Friday, January 30 2026, 5:15 pm
Local Train | শনি-রবি একগুচ্ছ ট্রেন বাতিল, ভোগান্তির আশঙ্কা আদ্রা ডিভিশনের যাত্রীদের!
highlightKey Highlights

সংস্কারমূলক নানা কাজের জন্য আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেলওয়ে।


সংস্কারমূলক কাজের জন্য শনিবার, ৩১ জানুয়ারি ও রবিবার, ১ ফেব্রুয়ারি আদ্রা ডিভিশনে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ পূর্ব রেলওয়ে। ৩১ জানুয়ারি বাতিল থাকবে: ১৮০৩৫/১৮০৩৬ খড়গপুর–হাতিয়া–খড়গপুর এক্সপ্রেস, ১২৮৮৫/১২৮৮৬ শালিমার–ভোজুডি–শালিমার এক্সপ্রেস, ৮০৯০/৬৮০৮৯ আদ্রা–মেদিনীপুর–আদ্রা মেমু, ৬৮০৭৭/৬৮০৮৮ আদ্রা–ভগা–আদ্রা মেমু, ৬৮০৫৩/৬৮০৫৪ আদ্রা–বরাভূম–আদ্রা মেমু, ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল–আদ্রা–আসানসোল মেমু, ১৮১১৬/১৮১১৫ চক্রধরপুর–এনএসসিবি গোমোহ–চক্রধরপুর মেমু এক্সপ্রেস। ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি বাতিল থাকবে:- ৬৮১০৫/৬৮১০৮ মশাগ্রাম–বাঁকুড়া– মশাগ্রাম মেমু ট্রেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File