Madhyamik Exam | ঝড়-বৃষ্টির জেরে লোডশেডিং মাধ্যমিক কেন্দ্রে! বাড়তি সময় দিলো পর্ষদ!
Thursday, February 20 2025, 9:22 am
Key Highlightsপরীক্ষার্থীদের কথা ভেবে প্রয়োজনে বাড়তি সময় বরাদ্দ করেছে পর্ষদ।
আজ সকাল থেকেই ব্যাপক বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। সঙ্গে বয়েছে ঝোড়ো হাওয়াও। এর জেরে একাধিক মাধ্যমিক কেন্দ্রে বিদ্যুৎ বিভ্রাট হয়েছে। অনেক জায়গায় পরীক্ষার সময় লোডশেডিংও হয়েছে বলে খবর। এই আবহে পরীক্ষার্থীদের কথা ভেবে প্রয়োজনে বাড়তি সময় বরাদ্দ করেছে পর্ষদ। আজ, ২০ ফেব্রুয়ারি ফিজ়িক্যাল সায়েন্স পরীক্ষা ছিল। জানা গিয়েছে, হুগলি, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমান থেকে পর্ষদের কাছে বাড়তি সময় চাওয়া হয়। এরপর পরিস্থিতি খতিয়ে দেখে বাড়তি সময় দেয় পর্ষদ।

