Mukesh Chandrakars | লিভার ৪ টুকরো, মাথায় ১৫টি ফ্র্যাকচার, ফেটে গিয়েছে হার্ট! সামনে এলো সাংবাদিক মুকেশ চন্দ্রাকরের ময়নাতদন্তের রিপোর্ট
Monday, January 6 2025, 10:14 am
Key Highlights
ময়না তদন্তের রিপোর্ট বলছে, মুকেশের শরীরের একাধিক হাড়গোড় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। লিভারও চার টুকরো। মাথায় ১৫টি ‘ফ্র্যাকচার’, ফেটে গিয়েছে হার্ট, ঘাড়ও ভেঙে গিয়েছে।
সামনে এসেছে ছত্তিশগড়ের সাংবাদিক মুকেশ চন্দ্রাকরের ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট। ডাক্তাররা বলছেন,মুকেশের খুনে যুক্ত দু’জন বা তার বেশি। ময়না তদন্তের রিপোর্ট বলছে, মুকেশের শরীরের একাধিক হাড়গোড় ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। লিভারও চার টুকরো। মাথায় ১৫টি ‘ফ্র্যাকচার’, ফেটে গিয়েছে হার্ট, ঘাড়ও ভেঙে গিয়েছে। উল্লেখ্য, রোড কনট্রাক্টর সুরেশ চন্দ্রাকরের বিরুদ্ধে ১২০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলে রিপোর্ট প্রকাশ করতেই খুন হন মুকেশ। ইতিমধ্যেই ঠিকাদার সুরেশ সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।