লাইফস্টাইলস্বাস্থ্য ভালো রাখার পাশাপাশি বেশিদিন যৌবন বজায় রাখতে ও উজ্জ্বল ত্বক পেতে ব্যবহার করুন রসুন !
স্বাস্থ্য ভালো রাখতে রসুনের গুনাগুন সবারই জানা, কিন্তু এর পাশাপাশি ত্বকে ম্যাজিকের মতন কাজ করে রসুন। এর ভেতরে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি এজিং উপাদান। ব্রণ, ত্বকে চুলকানি দূর করতে ও ওপেন পোর্স বন্ধ করতে রসুনের রস ব্যবহার করা খুব উপকারী। স্ট্রেচ মার্কস থাকলে রসুনের রসের সাথে অলিভ অয়েল মিশিয়ে নিয়মিত মাখতে হবে। প্রত্যহ এক কোয়া রসুন, সাথে মধু ও একটু লেবুর রস খেলে ত্বক থাকবে টানটান ও যৌবন ধরে রাখা যাবে বহুদিন।