Lionel Messi Retirement | 'জার্সি নম্বর 10' তবে কি ফেয়ারওয়েল নিলেন? অবসর নিয়ে সবাক মেসি

Friday, September 5 2025, 2:31 pm
highlightKey Highlights

মেসি কবে দেশের জার্সি তুলে রাখবেন সেই প্রশ্নটা উঠতে শুরু করেছে। এই প্রশ্নের উত্তর মেসি স্বয়ং দিলেন।


সদ্য ভেনেজুয়েলাকে ৩:০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। লিওর গোল্ডেন বুট থেকে এসেছে জোড়া গোল। তবে ম্যাচ শেষে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা জানাতেই সমর্থকদের চোখে জল। সম্ববত দেশের জার্সিতে আর বিশ্বকাপ খেলবেন না তিনি। ম্যাচের পর তিনি বললেন, ‘আমি আগেও যেটা বলেছি বিশ্বকাপ নিয়ে, এখনও সেটাই বলছি। আমার মনে হয় না আর বিশ্বকাপ খেলব। কারণ আমার বয়স। যুক্তি দিয়ে দেখলে আমার পক্ষে সম্ভব হবে না। কিন্তু আমরা ভালো জায়গায় আছি, তাই আমি খুব আগ্রহী খেলার জন্য। তবে আমি প্রতিদিন দেখব, প্রতিটা ম্যাচ দেখব।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File