Lionel Messi | পেছনে মারাদোনা-পেলে, বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার-GOAT মেসিই! কত নম্বরে রোনাল্ডো?

Wednesday, May 21 2025, 11:25 am
highlightKey Highlights

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স (IFFHS) জানালো, তাদের বিচারে সর্বকালের সেরা বিল:ারদের তালিকায় শীর্ষে রয়েছেন মেসিই।


রোনাল্ডো না মেসি? কে সর্বকালের সেরা ফুটবলার তা নিয়ে চর্চা চলতেই থাকে ফুটবল প্রেমীদের মধ্যে। তবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স (IFFHS) জানালো, তাদের বিচারে সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় শীর্ষে রয়েছেন মেসিই। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজ়িলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে। তৃতীয় স্থানে রয়েছেন দিয়েগো মারাদোনা। আর চতুর্থ স্থানে আছেন পর্তুগিজ তারকা ক্রিস্তিয়ানো রোনাল্দো। এই প্রজন্মের সেরা গোলস্কোরার এবং স্ট্রাইকার হিসেবে গণ্য করা হয় তাঁকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File