Lionel Messi | VIP-দের ভিড়ে ঢাকা পড়লেন মেসি, ক্ষুদ্ধ সাধারণ মানুষ, "দর্শকদের টাকা ফেরানো হবে"-মুচলেকা উদ্যোক্তার

চড়া দামে টিকিট কেটে মাঠে গিয়েও প্রিয় তারকাকে দেখতে না পেয়ে ধৈর্যচ্যুতি ঘটে তাঁদের।
শনিবার যুবভারতীতে মেসির গোট ট্যুরের শুরুটা মোটেও সুবিধাজনক হলো না। দর্শকদের অভিযোগ, যুবভারতীতে ঢোকার পর থেকেই মেসিকে ঘিরে ছিলেন প্রায় ১০০ জন ভিআইপি। ফলে গ্যালারি প্রথম ২০ মিনিট গ্যালারি থেকে মেসিকে দেখাই যায়নি। চড়া দামে টিকিট কেটে মাঠে গিয়েও প্রিয় তারকাকে দেখতে না পেয়ে ধৈর্যচ্যুতি ঘটে দর্শকদের। রণক্ষেত্র হয়ে ওঠে যুবভারতী। রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জানিয়েছেন, মূল উদ্যোক্তাকে আটক করা হয়েছে। তিনি লিখিত মুচলেকা দিয়েছেন, শনিবারের দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।
