রাজ্য

এখন এক ঢিলে দুই পাখি! শীঘ্রই করতে হবে আধার-রেশন লিঙ্ক, তবুও দেরির প্রশ্নে রাজ্য

এখন এক ঢিলে দুই পাখি! শীঘ্রই করতে হবে আধার-রেশন লিঙ্ক, তবুও দেরির প্রশ্নে রাজ্য
Key Highlights

রাজ্যে খুব শীঘ্রই "দুয়ারে সরকার" প্রকল্পে শুরু হতে চলেছে আধার কার্ড ও রেশন কার্ড দ্রুতগতিতে লিঙ্ক করার কর্মসূচী। পশ্চিমবঙ্গে ভোট-রাজনীতির সঙ্গে ভুয়ো রেশন কার্ডের সম্পর্ক নিয়ে বিতর্ক শুরু হয়েছিল সেই বাম আমল থেকে। প্রশাসন কর্তাদের একাংশের হিসাব অনুযায়ী, বর্তমানে রাজ্যে ১০ কোটিরও বেশি রেশন কার্ড আছে। যার ১ শতাংশ অর্থাৎ ১০ লক্ষ রেশন কার্ড যদি বাদ যায় তবে, শুধুমাত্র এক কিলোগ্রাম করে চাল দেওয়ার খাতেই বছরে বাঁচবে ৩৩ কোটি টাকা। পাশাপাশি এই বিপুল টাকার অপচয় বাঁচিয়ে তা খরচ করা যাবে নানা সামাজিক উন্নয়নমূলক কাজে।