দেশ

EPFO | UAN-র সঙ্গে আধার যুক্ত করার মতো কাজ হবে আরও সহজে, নয়া পরিষেবা চালু EPFO-র!

EPFO | UAN-র সঙ্গে আধার যুক্ত করার মতো কাজ হবে আরও সহজে, নয়া পরিষেবা চালু EPFO-র!
Key Highlights

১৩ আগস্ট থেকে KYC পোর্টালের সাহায্যে নিজের অফিসের মাধ্যমেই আধার যুক্ত করা যাবে UAN এর সঙ্গে।

প্রোফাইল আপডেট বা KYC করার জন্যও যেতে হবে না ইপিএফও অফিসে। এবার সহজেই বসেই করা যাবে ইউএএন এর সঙ্গে আধার যুক্ত করার মতো গুরুত্বপূর্ণ কাজ। ১৩ আগস্ট থেকে KYC পোর্টালের সাহায্যে নিজের অফিসের মাধ্যমেই আধার যুক্ত করা যাচ্ছে UAN এর সঙ্গে। একাধিক স্তরে বারবার অনুমোদনের জন্য আটকে থাকবে না প্রক্রিয়া। জয়েন্ট ডিক্লারেশন ফর্ম আরও সহজ করেছে ইপিএফও। যদি ভুল আধার যুক্ত হয় অথবা UAN এ কোনও তথ্য ভুল থাকে সেক্ষেত্রে এই যৌথ ঘোষণাপত্রের মাধ্যমে তা সহজেই পরিবর্তনও করা যাবে।