Kerala Prisoner | কান্নৌর সেন্ট্রাল জেল থেকে পালাল যাবজ্জীবন কারাবাস প্রাপ্ত বন্দি! ধর্ষণ-খুনের অভিযোগে জেলবন্দি ছিল সে
Friday, July 25 2025, 7:04 am
Key Highlightsকেরালার কান্নৌর সেন্ট্রাল জেল থেকে পালাল ধর্ষণ ও খুনের দায়ে যাবজ্জীবন কারাবাসের সাজাপ্রাপ্ত বন্দি।
২০১১ সালে কেরালার শোরনুরের মানজাক্কাড এলাকার বাসিন্দা ২৩ বছরের এক মহিলাকে প্যাসেঞ্জার ট্রেনের মধ্যে ধর্ষণ করে খুন করেছিল দুষ্কৃতী গোবিন্দাচামি। ২০১১ সালেই তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। সেই থেকে কেরালার কান্নৌর সেন্ট্রাল জেলে বন্দি ছিল দুষ্কৃতী। জেল সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ১টা নাগাদ জেলের পাঁচিলের উপরে ইলেকট্রিকের কাঁটাতার টপকে পালিয়েছে সে। শুক্রবার সকাল ৭টা নাগাদ বন্দি পালানোর খবর পায় জেল কর্তৃপক্ষ। এঘটনায় জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন নির্যাতিতার মা।

