শহর কলকাতা

Kolkata Metro | পরিবর্তন হবে কলকাতা মেট্রোর চারটি স্টেশনের নাম? নবান্নে জমা পড়লো প্রস্তাব!

Kolkata Metro | পরিবর্তন হবে কলকাতা মেট্রোর চারটি স্টেশনের নাম? নবান্নে জমা পড়লো প্রস্তাব!
Key Highlights

কলকাতা মেট্রোর চারটি স্টেশনের নাম পরিবর্তন করার প্রস্তাব নিয়ে নবান্নে জমা পড়লো চিঠি।

কলকাতা মেট্রোর চারটি স্টেশনের নাম পরিবর্তন করার প্রস্তাব নিয়ে নবান্নে জমা পড়লো চিঠি। সূত্রে খবর, খিদিরপুর মেট্রো স্টেশনের নাম সেন্ট থমাস স্কুল খিদিরপুর অথবা খিদিরপুর সেন্ট থমাস স্কুল করার প্রস্তাব এসেছে। VIP রোড বা তেঘরিয়া স্টেশনের নাম হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর স্টেশন রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। হাওড়া ময়দান, এসপ্ল‌্যানেড, শিয়ালদহ, মহাকরণের মধ্যে যে কোনও একটি স্টেশনের নাম অমরশিল্পী কিশোর কুমারের নামে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। ‘জয়হিন্দ’ স্টেশনের নাম জয়হিন্দ বিমানবন্দর রাখার প্রস্তাব এসেছে।