Leopard । লেপার্ড আতঙ্কে আলিপুরদুয়ারের কুমারগ্রামে, ভয়ে ঘরবন্দি স্থানীয়রা
শীতের দাপট বাড়তে আশ্রয়ের খোঁজে গ্রামে এসে পড়েছে লেপার্ড। আতঙ্ক কুমারগ্রামে।
শীত পড়তেই আশ্রয় ও খাদ্য খুঁজতে লোকালয়ে বেরিয়ে এসেছে লেপার্ড। লেপার্ড আতঙ্কে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কুমারগ্রাম ব্লকের পূর্বচকচকা গ্রামে। স্থানীয় সূত্রে খবর, বিকেল হলেই গ্রামে চলে আসছে লেপার্ড। খিদের তাড়নায় গৃহপালিত পশুগুলিকে আহত করছে জন্তুটি। তাই বিকেলের পর বাইরে বেরোতে সাহস পাচ্ছেন না গ্রামবাসীরা। ইতিমধ্যে বক্সা ব্যাঘ্র প্রকল্পের বন কর্মীদের একটি দল লেপার্ডের খোঁজে চিরুনিতল্লাশি চালাচ্ছে। খুব শীঘ্রই এলাকায় বসবে খাঁচা। লেপার্ডের পায়ের ছাপ অনুসরণ করেই ধরা হবে তাকে।
- Related topics -
- রাজ্য
- আলিপুরদুয়ার
- চিতাবাঘ
- হামলা