Ustad Zakir Hussain । তবলার জাদুকর 'জাকির হোসেন' চলে গেলেন না ফেরার দেশে, ৭৩ বছরে জীবনাবসান হলো তাঁর

Sunday, December 15 2024, 5:02 pm
highlightKey Highlights

গুরুতর অসুস্থ হয়ে মৃত্যু হলো কিংবদন্তী তবলা বাদক জাকির হুসেনের । আমেরিকার সান ফ্রান্সিসকোতে একটি হাসপাতালে ICU-তে ভর্তি ছিলেন তিনি।


প্রয়াত হলেন তবলার জাদুকর জাকির হুসেন। রক্তচাপজনিত সমস্যার জন্য সপ্তাহখানেক আগে আমেরিকার সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। রবিবার ICUতে স্থানান্তরিত করা হয় তাঁকে। আজ সন্ধ্যায় সেখানেই তাঁর মৃত্যু হয়। । প্রসঙ্গত,  বছর ৭৩এর এই কিংবদন্তী আমেরিকাতেই থাকতেন । ১১ বছর বয়স থেকে করেছেন স্টেজ শো। ১৯৮৮ সালে পদ্মশ্রী, ২০০২ সালে পদ্মভূষণ আর ২০২৩ সালে পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হন তিনি। ভারতীয় ক্ল্যাসিক্যাল ও আন্তর্জাতিক সঙ্গীতে জাকির হোসেনের অবদান অনস্বীকার্য।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File