দেশ

Fauja Singh | কিংবদন্তি ম্যারাথন দৌড়বিদ ‘ফৌজা সিং’কে গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার এক NRI!

Fauja Singh | কিংবদন্তি ম্যারাথন দৌড়বিদ ‘ফৌজা সিং’কে গাড়ি চাপা দিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার এক NRI!
Key Highlights

গাড়ির ধাক্কায় কিংবদন্তি ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংয়ের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করা হলো অনাবাসী এক ভারতীয়কে।

সোমবার দুপুরে পঞ্জাবের জলন্ধরে ১১৪ বছর বয়সী প্রবীণ ক্রীড়াবিদ ফৌজা সিংকে ধাক্কা দিয়ে পালিয়েছিল ঘাতক গাড়ি। সেসময় জলন্ধর পাঠানকোট হাইওয়ে পার করছিলেন তিনি। আহত অবস্থায় সোমবার বিকেলেই তাঁর মৃত্যু হয়। একদিনের মধ্যেই পঞ্জাব পুলিশের জালে অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, ধৃত অমৃতপাল সিং ঢিলোন একজন অনাবাসী ভারতীয়। বাজেয়াপ্ত করা হয়েছে তাঁর ফরচুনার গাড়িটিও। পুলিশি জেরায় অমৃতপাল স্বীকার করেছেন যে তিনিই ফৌজা সিংকে ধাক্কা মেরেছিলেন। ভয়ে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।