Val Kilmer | ক্যানসারের কাছে হার মানলেন 'ব্যাটম্যান'! প্রয়াত কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমার!
Wednesday, April 2 2025, 8:20 am

হলিউডে শোকের ছায়া। প্রয়াত ব্যাটম্যান খ্যাত কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমার।
হলিউডে শোকের ছায়া। প্রয়াত ব্যাটম্যান খ্যাত কিংবদন্তি অভিনেতা ভ্যাল কিলমার। মারণ রোগ ক্যানসারে আক্রান্ত হয়ে ৬৫ বছর বয়সে প্রয়াত হন অভিনেতা। আট এবং নয়ের দশকে হলিউড কাঁপিয়েছেন সোনালি চুলের হ্যান্ডসাম এই অভিনেতা। ‘টপ গান’, ‘রিয়াল জিনিয়াস’, ‘উইলো’, ‘হিট’ এবং ‘দ্য সেন্ট’ ছবিতে তাঁর অসামান্য অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। গোটা বিশ্বে বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন ‘ব্যাটম্যান ফরএভার’ এবং ‘দ্য ডোর্স’ এ জিম মরিসনের চরিত্রে অভিনয় করে। ১৯৯৫ সালে তিনি ব্যাটম্যানের চরিত্রে প্রথম অভিনয় করেন।