Dharmendra | শোলে-র 'বীরু' চললেন না ফেরার দেশে, ৮৯-এ লড়াই শেষ ধর্মেন্দ্রর, শোকস্তব্ধ সিনেদুনিয়া
Tuesday, November 11 2025, 4:24 am
Key Highlightsপ্রয়াত ভারতীয় সিনেদুনিয়ার কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। ধর্মেন্দ্রর প্রয়াণের খবর প্রকাশ্যে আসতেই শোকস্তব্ধ সিনেজগৎ।
সোমবার বিকেলের দিকে খবর এসেছিল, গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। রাত বাড়তেই ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। ভেঙে গেলো জয়-বীরু জুটি। মৃত্যুর সময় কিংবদন্তি এই অভিনেতার বয়স হয়েছিল ৮৯। ‘শোলে’, ‘ছুপকে ছুপকে’, ‘ধরমবীর’, ‘ফুল অউর পাথর’, ‘সত্যকাম’, ‘রাজা জানি’, ‘রাখওয়ালা’র মতো একাধিক হিট দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন এই সুপুরুষ অভিনেতা। তাঁর প্রয়ানের খবর আসতেই শোকস্তব্ধ সিনেদুনিয়া।
- Related topics -
- বিনোদন
- বলিউড
- ধর্মেন্দ্র দেওল
- মৃত্যু
- অভিনেতা

