Kuldeep Yadav | ছেলেবেলার বান্ধবীর সাথে বাগদান সারলেন বাঁ হাতি ক্রিকেটার কুলদীপ যাদব!
Thursday, June 5 2025, 8:03 am
Key Highlightsইংল্যান্ড সফরের আগে নতুন সফর শুরু করলেন কুলদীপ যাদব। ছেলেবেলার প্রেমই পরিণতি পেল।
আইপিএল শেষ হয়েছে। সামনেই ইংল্যান্ড সফর। ভারতীয় টেস্ট দলে ফিরেছেন কুলদীপ যাদব। তার আগেই জীবনের নতুন ইনিংস করলেন বাঁ হাতি রিস্ট স্পিনার কুলদীপ। লখনউতে একটি ঘরোয়া অনুষ্ঠানে নিজের ছেলেবেলার বান্ধবীর সাথে বাগদান সারলেন কুলদীপ। যদিও দুপক্ষের কেউই সোশ্যাল মিডিয়া পোস্ট করেননি। বন্ধু বান্ধবীদের সূত্রে এই সুখবর পেয়েছেন অনুরাগীরা। পাত্রী বংশীকার বাবা জীবন বীমায় কর্মরত। ঘরোয়া অনুষ্ঠানে আত্মীয়দের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্রিকেটার রিঙ্কু সিং এবং তাঁর হবু বউও। উল্লেখ্য, ৮ই জুন বাগদান সারবেন রিঙ্কুও।
- Related topics -
- খেলাধুলা
- বিনোদন
- কুলদীপ যাদব
- ক্রিকেট
- ক্রিকেটার
- আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি
- বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া
- ভারতীয় ক্রিকেটদল
- শুভ বিবাহ

