Iran-India | অশান্ত ইরান, ‘অবিলম্বে ইরান ছেড়ে বেরোন’- ভারতীয় নাগরিকদের জরুরী নির্দেশ দূতাবাসের

Wednesday, January 14 2026, 1:13 pm
Iran-India | অশান্ত ইরান, ‘অবিলম্বে ইরান ছেড়ে বেরোন’- ভারতীয় নাগরিকদের জরুরী নির্দেশ দূতাবাসের
highlightKey Highlights

এমন পরিস্থিতিতে ইরান যে ভারতীয়দের জন্য আর সুরক্ষিত নয় তা আঁচ করেই অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশিকা জারি করে বিদেশ মন্ত্রক।


খামেনেই সরকারের বিরুদ্ধে রাজপথে নেমেছে ইরানের জনতা। বিক্ষোভ দমনে দৃষ্টান্তমূলক ভাবে বিক্ষোভকারীকে প্রকাশ্যে ফাঁসির সিদ্ধান্ত নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। এই পরিস্থিতিতে ইরানে থাকা ভারতীয় নাগরিকদের অবিলম্বে দেশ ছাড়ার জন্য নয়া নির্দেশিকা জারি বিদেশ মন্ত্রকের। ‘সমস্ত নথি হাতের কাছে তৈরি রাখুন। অবিলম্বে ইরান ছেড়ে বেরোন।’ কড়া নির্দেশ ভারতীয় দূতাবাসের। সমস্ত ভারতীয় নাগরিকদের অবিলম্বে ভারতীয় দূতাবাসের ওয়েবসাইটে গিয়ে নাম নথিভুক্ত করার নির্দেশও দিয়েছে দূতাবাস।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File